1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন

অপেক্ষা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১


নার্গিস রহমান

আমি আকাশপানে চেয়ে আছি
তুমি আসবে আমার কাছে,
পশ্চিম অস্তাচল সূর্যের শেষ আবীর
রং এনে সাজিয়েছি আমার মনে।

কিন্তু তোমাকে না পাওয়ার বেদনা
কখন যে চোখ থেকে অশ্রু ঝরে,
চোখের কোমল পাতাগুলো
ভিজে গেলো টের পেলাম না।

শুধু বুঝলাম অনেক দিনের
না পাওয়া আদরমাখা ভালবাসা,
আমার বুকে বার বার আঘাত করছে
আর কেঁদে কেঁদে বুক হালকা করছি।

কিন্তু তুমি কোথায় আছো?
তোমার ভালবাসা আজ কোথায়?
আমার হাত জড়িয়ে ধরে বলতে
তোমাকে ভালবাসি ভালবাসি।

আমাকে হাত ধরে বলতে
রাত দশটায় ঘুমাবে,
আর সকাল পাঁচটায় উঠবে
তাহলে তুমি সুস্থ থাকবে।

এখন কেউ আর হাত ধরে
বুকে জড়িয়ে ধরে বলে না,
তোমার কপাল সুন্দর চুল সুন্দর
তুমি কোথায় হারিয়ে গেলে?

আমার মনের পৃথিবী পুরোটা
আঁধারে আঁধারে ছেয়ে গেছে,
যতই ভুলে যেতে চাই তোমাকে
ততই মনের ক্যানভাসে ভেসে
উঠে শুধু তোমারী ছবি।

শুধু দেখতে পাই চারিদিকে
অজানা,অচেনা রহস্যময় মুখ,
একা একা শূন্য হাতে,শূন্য পথে
আমাকে রেখে চলে গেল কেন?

আমার দুটি চোখের স্বপ্ন
শুধু তোমাকে খোঁজে তোমাকে
কি নিয়ে বাঁচব আমি?
তুমি ফিরে এসো,ফিরো এসো।

আমার হিয়ার মাঝে বারে বারে
ফিরে আসে তোমার আদর,
জড়ানো মধুর উপদেশ দেওয়া
ভালবাসা শুধু ভালবাসা।

শুধু তোমারী অপেক্ষায় আছি
প্রতিটি সকাল সাঁঝে,
তুমি আমার কাছে আসবে বলে
সেই অপেক্ষায় ফিরে এসো,ফিরে এসো।

১০/০৯/২০২১

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি