অবশেষে শেষ হলো সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ডাকা ধর্মঘট। মানুষের কথা ভেবে ৭২ ঘণ্টার জন্য ডাকা ধর্মঘট ৬০ ঘণ্টার ভিতরে প্রত্যাহার করেছে বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত ধর্মঘট পালনের কথা ছিল।
বড়দিন ও শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা মানুষের কথা ভেবে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ। তিনি জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও মাজার জিয়ারতে আসা মানুষের কথা চিন্তা করে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এরআগে পাথর কোয়ারি চালু করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। আদালতের নির্দেশে সরকার কোয়ারি বন্ধ করার পর এই ধর্মঘট আহবান করে তারা।
তাদের ডাকা ধর্মঘটের ফলে তিনদিন ধরে চরম দুর্ভোগে শিকার হয়েছেন সিলেটবাসী। পরিবহন ধর্মঘটের ফলে সিলেটের সঙ্গে দুরপাল্লার বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমনকি বিআরটিসি বাস চলাচলেও বাধা দেয় ধর্মঘট আহ্বানকারীরা। ধর্মঘট স্থগিতের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে।