চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ডেভিড কার্ড, জসুয়া ডি অ্যাংরিস্ট এবং জুইডো ডব্লিউ ইমবেনস। সোমবার (১০ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০২১ সালে অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করে।
ডেভিড কার্ড কানাডিয়ান, জসুয়া ডি অ্যাংরিস্ট আমেরিকান ও জুইডো ডব্লিউ ইমবেনস ডাচ অর্থনীতিবিদ।
নোবেল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আলফ্রেড নোবেলের স্মৃতিতে ২০২১ সালে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে ডেভিড কার্ডকে। শ্রম অর্থনীতিতে তার অভিজ্ঞতাগত অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন জসুয়া ডি অ্যাংরিস্ট ও জুইডো ডব্লিউ ইমবেনস। কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদান রাখার জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।