1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

আগামী ২০ দিনের মধ্যে শিশুশিক্ষার্থীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আগামী ২০ দিনের মধ্যে স্কুলগামী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার উন্নয়নমূলক কাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক আগামী সপ্তাহেই শিশুদের টিকা দেয়ার বিভিন্ন কার্যক্রম শুরু করা হবে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই টিকা দেয়া শুরু হবে।’

মন্ত্রী বলেন, ‘যেহেতু স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে। কাজেই আমাদের শিশুদের নিরাপদ রাখতে তাদেরও টিকার আওতায় আনতে হবে।’
শিশুদের উপযোগী আমেরিকার তৈরি ফাইজারের টিকা তাদের দেয়া হবে। সে অনুযায়ী টিকা আনার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই আগামী কর্মসূচিতে এক কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম মো. আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল বক্তব্য দেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি