1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় ৩০ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে এক গাড়িবোমা হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, এই বিস্ফোরণ যেরকম শক্তিশালী ছিল, তাতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর: বিবিসি

গজনির একটি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত রয়টার্সকে জানিয়েছেন, তাদের হাসপাতালে ৩০ জনের মৃতদেহ এবং ২৪ জন আহত মানুষকে আনা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় হতাহত সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এই হামলার জন্য টার্গেট করা হয়েছিল আফগান নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনা। বিস্ফোরণে আশে-পাশের অনেক বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, সেখানে আরও অনেক মানুষ হতাহত হয়ে থাকতে পারে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তারিক আরিয়ান নিশ্চিত করেছেন যে গজনিতে একটি গাড়িবোমা হামলা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু এবং হতাহতের সংখ্যার বিস্তারিত তিনি জানাননি।

এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

তালেবানের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘটনার দায় স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি।

গত কয়েকমাসে আফগানিস্তানে বেশ কিছু বড় বড় হামলা হয়েছে। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার এবং তালেবানের মধ্যে এক শান্তি আলোচনার মধ্যেই এসব হামলা চালানো হয়।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি