তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর সাকিবকে তার জায়গায় অধিনায়ক করা হয়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সাকিবের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।
আজ বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল।
২০১৯ সালে আইসিসির বহিষ্কারাদেশের কারণে সাকিবকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এরপর টেস্ট দলের অধিনায়ক হিসেবে মুমিনুলকে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১১টি হারের বিপরীতে জয় তিনটি।
এছাড়া ৭১টি সীমিত ওভারের ম্যাচেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।