হেসেই যাচ্ছে নিউজিল্যিান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট। সাম্প্রতিক সময়ে অসাধারণ ব্যাটিংয়ে উঠেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। নতুন বছরটাও শুরু করলেন দুর্দান্তভাবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসন দ্বিতীয় ও শেষ টেস্টেও সেঞ্চুরির দেখা পেয়েছেন।
প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর ৭৫ ওভারে ৩ উইকেটে ২৭০ রান। উইলিয়ামসন ১০৭ ও হেনরি নিকোলস ৭৯ রানে ব্যাট করছেন।
১০৫ বলে অর্ধশতক করা উইলিয়ামসন পরের ৫০ রান করেছেন মাত্র ৩৫ বলে। ১৪৮ বলে ১০৭ রানের ইনিংসে ১৬টি চার মেরেছেন কিউই দলপতি।
৭১ রানে ৩ উইকেট হারানোর পর হেনরি নিকোলসকে নিয়ে ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন উইলিয়ামসন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও ফাহিম আশরাফ একটি করে উইকেট নিয়েছেন।
পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৯৭ রানে। সূত্র: ক্রিকইনফো