নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের(বিএমএসএফ) ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ আবু বক্কর তালুকদার। গতকাল (রোববার) সকাল ১১টায় এ সম্মেলন শুরু হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) দ্বি-বার্ষিক এ সম্মেলনে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ আবু জাফর।
সংগঠনটির ৪র্থ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সদ্য সাবেক কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট এবং সেক্রেটারি নির্বাচিত হন আগের কমিটির সেক্রেটারি আহমেদ আবু জাফর।
সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাংবাদিক প্রতিনিধিরা ঢাকায় আসেন। গত ২ দিন ধরে রাজধানীর পুরানা পল্টন-প্রেসক্লাব এলাকা সাংবাদিকদের পদচারণায় মুখর ছিলো।
গতকাল সম্মেলন শুরু হওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বসার আসন না পেয়ে অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তাদের বক্তব্য শুনেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বিএমএসএফ এর ১৪ দফা দাবি পুণরুল্লেখ করেন। দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন। তৃণমুল সাংবাদিকদের পক্ষের একমাত্র সংগঠন বিএমএসএফকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।