নূরুদ্দীন রাসেল ::ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার আয়োজনে সিলেট সদর উপজেলার কুমারগাও বাসস্ট্যান্ডে ২১ মে শুক্রবার জুমআর নামাজের পর এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি লোকমান মির্জার পরিচালনায় বক্তব্য রাখেন- ৬নং টুকের বাজার ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি নুর আহমদ কামাল,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সুজন মিয়া,কুমার গাঁও বাসটার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুল্লাহ,বড়গাও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম রাব্বানী,বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সহ সভাপতি এম জাহিদ আহমদ রেজা,দপ্তর সম্পাদক মুন্না কাওসার সুমন,আবেদ আহমদ,শেখ জাবেদ ও সদর উপজেলার মানবাধিকার নেতৃবৃন্দ সহ শত শত মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
দোয়া পরিচালনা করেন শেখ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব লেখক মাওলানা হারুনুর রশিদ।