ইউক্রেনের মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় আটক আরও ৬৯৪ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করেছেন তারা। এর আগে ২৫০ অধিক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণের কথা জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থার আরআইএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় লুকিয়ে থাকা আরও ৬৯৪ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।
এর আগে, গত মঙ্গলবার (১৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত সোমবার (১৬ মে) ওই কারখানাতে আটক ২৬৫ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। এতে করে গত সোমবার থেকে কারখানায় থাকা মোট ৯৫৯ জন যোদ্ধা আত্মসমর্পণ করল। তাদের মধ্যে ৮০ জন আহত হয়েছে।
আত্মসমর্পণ করা এসব ইউক্রেনীয় সেনাদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী আচরণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।