1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন

আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এর আগে, আরব আমিরাতে আইপিএলে বাকি অংশ অনুষ্ঠিত হবে, গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে বিসিসিআই তারই যেন চূড়ান্ত রূপ দিল এবার। ভারতীয় ক্রিকেট বোর্ড অনানুষ্ঠানিকভাবে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিও করেছিল। শনিবার (২৯ মে) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়, স্থগিত থাকা আইপিএলের বাকি ৩১ ম্যাচ সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ভারতে আয়োজিত হওয়া আইপিএল ৪ মে স্থগিত হয়ে যায়। যেখানে ম্যাচ হয়েছে ২৯টি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাকি ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে এবার। গত বছরের আইপিএলের পুরো আসর অনুষ্ঠিত হয় আরব আমিরাতে।

এদিকে সভায় ভারতের মাটিতে হতে যাওয়া অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতি যদি উন্নতি না হয়, তবে সেই টুর্নামেন্টও সরিয়ে নেওয়া ছাড়া গতি থাকবে না বিসিসিআইয়ের।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি