আর্থিক স্বাবলম্বী হলে সীমান্ত হত্যা কমবে: বিজিবি মহাপরিচালক

দেশের সীমান্তবর্তী জনগণকে সচেতনতা ও আর্থিকভাবে স্বাবলম্বী করা গেলে সীমান্ত হত্যা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

রোববার সকালে ঢাকার পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সীমান্তহত্যা শূন্যের কোঠায় আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো (সীমান্ত হত্যা) আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে এবং আমাদের ডিজি পর্যায়ের আলোচনায়ও এই বিষয় উঠে আসে।’

বিজিবি মহাপরিচালক জানান, ‘এখন কূটনৈতিকভাবে এবং আমরা, আমাদের দিক থেকে, আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। এজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সীমান্তবর্তী জনগণকে শিক্ষা-দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করতে পারি। তাহলেই মনে করি সীমান্ত হত্যা কমে যাবে।’

সফলতা ও ব্যর্থতা প্রতিটি বাহিনীরই কমবেশি রয়েছে। তবে চ্যালেঞ্জ কী জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, ‘পৃথিবী টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে বাংলাদেশও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। সেটার সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকে সময় উপযোগী করাটা জরুরি বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *