1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

ইউক্রেন তীব্র মিসাইলবর্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

ইউক্রেনে তীব্র মিসাইল বর্ষণ করছে রাশিয়া। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউক্রেনের জাপোরিঝিয়া শহর এবং খারকিভ অঞ্চলে এস-৩০০ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই অঞ্চলে অন্তত ৩৫টি মিসাইল ছুঁড়েছে রুশ সেনারা।


ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, দেশজুড়েমোট ৭১টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, রাশিয়া ছয়টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেছে রাশিয়া। ফলে ইউক্রেনের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।


এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান ইগর জোভকভা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তীব্র লড়াইয়ের অর্থ হলো সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। সময়মতো স্টক পূরণ করা হচ্ছে না।

এই কর্মকর্তা কিয়েভকে দূরপাল্লার আর্টিলারি সিস্টেম, ট্যাংক এবং ফাইটার জেট সরবরাহের করার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানান।


জোভকভা দুঃখ প্রকাশ করে বলেন, এখন আমাদের কাছে গোলাবারুদ প্রায় শূন্য। এটি এমন একটি পরিস্থিতি যা ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষে রুশ গোলাগুলির প্রতিক্রিয়া দেখানো কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা খুব দ্রুত গোলাবারুদ শেষ করছি কারণ লড়াই তীব্র। বিপরীতে রাশিয়ার যথেষ্ট ফায়ার পাওয়ার রয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি