ইউক্রেন যুদ্ধের প্রধান উস্কানিদাতা মার্কিন যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন রাশিয়াতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই। একইসঙ্গে ওয়াশিংটন রাশিয়াকে ভাঙতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরা।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস’কে দেওয়া সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, রাশিয়াকে কোনঠাসা করতে সামরিক জোট ন্যাটো সম্প্রসারণ করতে এবং ইউক্রেনকে মস্কোর পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্ত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
ঝাং হানহুই বলেন, ‘ইউক্রেন সংকটের উদ্যোগতা ও প্রধান উসকানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি যুদ্ধ ও কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে শেষ করা ও ভাঙাই তাদের মূল লক্ষ্য।’
তবে রাষ্ট্রদূত ঝাং হানহুই’র এই মন্তব্যের সঙ্গে রাশিয়ার ব্যাখ্যার মিল রয়েছে। এর মধ্যে এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া অনেক শহর পুরোপুরি ধ্বংস হয়েছে। দেশটির জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি লোক তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।