1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ অপরাহ্ন

ইরান একটি গাছ, শেকড় উপড়ানো যাবে না: খামেনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ঢাকা: ইরানকে একটি শক্তিশালী গাছের সঙ্গে তুলনা করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই গাছের শেকড় কেউ উপড়ে ফেলতে পারবে না।


ইরানে নীতি পুলিশের হেফাজতে তুরণী মাআশা আমিনের মৃত্যুর জেরে প্রতিবাদ চলছে। আন্দোলনকারীরা ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। দেশব্যাপী অস্থিরতা ঠেকাতে পুলিশ কঠোর দমননীতি গ্রহণ করেছে। আন্দোলনের চতুর্থ সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে ইসলামী প্রজাতন্ত্রকে একটি অবিচলিত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। রাষ্ট্রীয় টিভিতে দেখানো ভাষণে খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের চারাটি এখন একটি বিশাল বৃক্ষ, যেটাকে উপড়ে ফেলার চিন্তা করাটাও অসম্ভব।


শুক্রবার মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ও হজরত ইমাম সাদিক (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিবৃন্দ এবং দেশের একদল শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ইরানের ইসলামি শাসন ব্যবস্থা কোনো শক্তির কাছে মাথা না করবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খামেনি।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি