ইসলামী বক্তা মো. আফছানুল আদনানকে (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) পাওয়া গেছে। এখন তিনি রংপুরের কোতোয়ালী থানায় আছেন।
ত্ব-হার মা আজেরা বেগম জানান, ছেলের সন্ধান পেয়েছেন। তবে কীভাবে পেয়েছেন সে ব্যাপারে তিনি জানাতে পারেননি।
রংপুর এলাকার বাবু খা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাকে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুপুর পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব হার শ্বশুরবাড়ি থেকে তাকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মাও তার সঙ্গে ছিলেন।
গত ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব হা আদনান। আদনানের খোঁজ না পেয়ে তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পর পাওয়া গেল ত্ব হাকে।
আদনান (৩১) সপরিবার রংপুর শহরে থাকেন। তিনি ১০ জুন বৃহস্পতিবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশে রংপুর থেকে বিকেল চারটার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। আদনানের সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী আবদুল মুহিত ও ফিরোজ। এ ছাড়া গাড়িচালক হিসেবে ছিলেন আমির উদ্দিন ফয়েজ।