1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
বুধবার, ০৫ অক্টোবর ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

উইন্ডিজ দলে করোনার হানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ। এর আগে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে উইন্ডিজ দল। সিরিজকে সামনে রেখে করোনা হানা দিয়েছে ক্যারিবীয় দলে। শুক্রবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন দলটির অলরাউন্ডার রোমারিও শেফার্ড। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে কিয়োন হার্ডিংকে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

আসন্ন সিরিজ সামনে রেখে শুক্রবার উইন্ডিজ দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শেফার্ড ছাড়া বাকি সবাই নেগেটিভ হয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় শেফার্ড এখন গায়ানায় নিজ বাড়িতে আছেন, সেখানেই চলবে তার আইসোলেশন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী শেফার্ড এখন গায়ানাতেই আইসোলেশনে থাকবেন। মেডিকেল প্রটোকল মেনে আমরা আমাদের প্রথম পর্বের কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি বাংলাদেশ সফরের দলে থাকা সব সদস্যের।

বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও দুবার করোনা পরীক্ষা করা হবে। শনিবার হবে তাদের দ্বিতীয় দফায় করোনা টেস্ট। শেফার্ডের করোনায় কপাল খুলে যাওয়া ২৪ বছর বয়সী হার্ডিংয়ের এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেয়া হয়নি। প্রথম শ্রেণির ১৭ ম্যাচে ২৫.১১ গড়ে তিনি নিয়েছেন ৫৪ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, কাইলে মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়োন হার্ডিং ও হেইডেন ওয়ালশ।

টেস্ট স্কোয়াড
ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাখিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইলে মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকান।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি