1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
শনিবার, ২১ মে ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন

উইন্ডিজ সিরিজে টাইগারদের টেস্ট দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

স্পেশাল করেসপন্ডেন্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত টাইগার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফিরেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম অনিক।

সাদমান ইসলাম অনিক সবশেষ টেস্ট সিরিজ থেকে ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। ২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে পিংক বল টেস্টে কবজিতে চোট পেলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি এই টাইগার ওপেনার।

এদিকে আইসিসি’র এক বছরের নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন সাকিব আল হাসান। তাছাড়া সম্প্রতি বল হাতে গতির ঝড় তুলে অনুমিত ভাবেই জায়গা করে নিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। অবশ্য টাইগারদের মূল টেস্ট দলে এটাই তার নতুন নয়। গত বছর জিম্বাবুয়ে সিরিজেও তিনি ১৬ সদস্যের দলে ছিলেন।

তবে সিরিজ সামনে রেখে ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও সৈয়দ খালেদ আহমেদ।

১৮ সদস্যের দলে আছেন: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

৩-৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়দের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টিম বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি