Warning: Creating default object from empty value in /home/khaledka/public_html/soroborno.com/wp-content/themes/DhakaMirror/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ঋণ প্রতারণায় গোল্ডেন হার্ভেস্ট এগ্রো! ঋণ প্রতারণায় গোল্ডেন হার্ভেস্ট এগ্রো! – soroborno.com
  1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন

ঋণ প্রতারণায় গোল্ডেন হার্ভেস্ট এগ্রো!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ঋণ প্রতারণার অভিযোগ উঠেছে। কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকরা বিনিয়োগকারীদের অনুমোদন না নিয়েই একই গ্রুপের অন্য কোম্পানি ও ব্যক্তিকে ঋণ প্রদান করেছে।

সদ্য সমাপ্ত ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদনে নিরীক্ষক ম্যাবস জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এ তথ্য জানিয়েছে।

নিরীক্ষক প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোম্পানিটিটি ২ দফায় পুঁজিবাজার থেকে ঋণ পরিশোধের নামে অর্থ সংগ্রহ করেছে। অথচ ওই কোম্পানি থেকেই উদ্যোক্তা বা পরিচালকদের অন্য কোম্পানিতে প্রায় ৮২ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিনিয়োগকারীদের থেকে অনুমোদন নেয়নি এবং বিনিয়োগকারীদের বিষয়টি জানায়নি কোম্পানির পরিচালনা পর্ষদ।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুসন্ধানে কোম্পানির ঋণ জালিয়াতির অভিযোগ উঠে আসে। কোম্পানি ঋণে জর্জরিত থাকলেও একই গ্রুপের উদ্যোক্তা বা পরিচালকদের নিজস্ব কোম্পানিতে বিনাসুদে ঋণ দিয়েছে। এতে গোল্ডেন হার্ভেস্টকেই সুদজনিত ব্যয় বহন করতে হচ্ছে, যার দায় টানছেন বিনিয়োগকারীরা।

বার্ষিক প্রতিবেদনে নিরীক্ষক আরও জানিয়েছে, গোল্ডেন হার্ভেস্ট থেকে একই গ্রুপের অন্যান্য কোম্পানিতে ৮১ কোটি ৬৮ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। যা ‘আদার রিসিভিব্যল’ হিসাবে চলতি সম্পদ দেখানো হয়েছে। তবে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের থেকে অনুমোদন নেওয়া হয়নি।

অন্যদিকে সমন্বিত আর্থিক হিসাবের নোট ২৫.০২ এ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) হিসাবে ২ কোটি ১৭ লাখ টাকার সঞ্চিতি দেখানো হয়েছে, যা চলতি দায় হিসাবে এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফান্ড শিরোনামে ৩১ লাখ ৭৫ হাজার টাকা, বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড শিরোনামে ৩২ লাখ ৯০ হাজার টাকা ও ডব্লিউপিপিএফ শিরোনামে ১ কোটি ৫২ লাখ ৫৬ হাজার টাকা দেখানো হয়েছে। কিন্তু শ্রম আইন অনুযায়ী বিতরণ করা হয়নি। এক্ষেত্রেও কোম্পানি কর্তৃপক্ষ কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ০২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ২৩ নভেম্বর।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি