1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন

একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন কার্তিক!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রথমে করণ জোহরের ‘দোস্তানা টু’ থেকে, এরপর শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ-এর আসন্ন ছবি ‘ফ্রেডি’ থেকেও বাদ দেওয়া হয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। যদিও বলিউডে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে, আরো বেশ কিছু প্রোজেক্ট থেকে বাদ যেতে পারেন কার্তিক। ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে একটি ছবিতে জুটি বেঁধেছিলেন কার্তিক। গ্যাংস্টারদের নিয়ে ছবি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে সেই ছবিতে তিনি থাকছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, আনন্দ এল রাইয়ের অ্যাসিস্টেন্ট পরিচালক ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন। সূত্রের খবর, ‘কার্তিক এবং আনন্দের ছবি নিয়ে অনেকটাই আলোচনা হয়েছিল। ও স্ক্রিপ্ট পড়েছিল, বিষয়বস্তু মুখেও শুনেছিল। কিন্তু সই করার আগের মুহূর্তেই সবকিছু ওলোটপালট হয়ে যায়।’

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন ছবি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল আনন্দের মুম্বই অফিসের বাইরে পাপারাৎজিদের লেন্সবন্দি হন কার্তিক। কিন্তু এই প্রোজেক্টের জন্য কার্তিকের সঙ্গে কেন জুটি বাঁধলেন না আনন্দ তা এখনো অজানা। ধারণা করা হচ্ছে, হয়তো করণ জোহর তার ‘দোস্তানা ২’ থেকে কার্তিককে বাদ দেওয়ার পর থেকেই অন্যান্যদের ওপর প্রভাব পড়েছে। হয়তো সেক্ষেত্রে আনন্দের মতো সুপ্রতিষ্ঠিত পরিচালকও কাজ করতে চাচ্ছেন না কার্তিকের সঙ্গে।

অন্যদিকে কার্তিক আরিয়ান নিজেই জানতে পারছেন না, তার জায়গায় পরিচালকরা অন্যান্যদের সই করাচ্ছে। আনন্দ এল রাই অবশ্য এ বিষয়ে জানিয়েছেন, কার্তিকের সঙ্গে এখনো সেভাবে কোনো কথাবর্তা হয়নি তার। তিনি বলেন, ‘প্রোডাকশন হাউসে আমরা অনেকগুলো স্ক্রিপ্ট এবং অনেক পিচের অভিনেতার সঙ্গে কাজ করি- সেভাবেই কাজ চলছে। অভিনেতারা দেখা করতে আসে, আমরা কি উদ্দেশ্যে কাজ করছি সেই সম্পর্কে তাদের বলি, তারা কাজের ক্ষেত্রে সংযোগ স্থাপনে তাদের কথা বলেন। বিষয়বস্তুর ওপর নির্ভর করে, তাদের কাছে যাওয়া উচিত কিনা। তারমানে এটা নয় কাজ করছি তাদের সঙ্গে।’

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি