গালে টোল পরা তার হাসির জাদুতেই বহু পুরুষের হৃদয়ে ঝড় ওঠে। এবার দীপিকার সেই হাসিই এথেন্স বিমানবন্দরে পর্যটকদের স্বাগত জানাবে। ‘দ্য অথেনটিক স্মাইলস অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড’ নামে একটি প্রদর্শনীর অংশ হতে চলেছেন দীপিকা। সেখানে রাখা একটি ভার্স্কযে(আবক্ষ)উঠে এসেছে অভিনেত্রীর সেই চির পরিচিত হাসি।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কালো পাথর দিয়ে তৈরি হয়েছে দীপিকা পাডুকোনের সেই ভার্স্কয। গলায় রয়েছে চোকার। চুল খোঁপা করে বাঁধা। ছবির নিচে বর্ণনায় লেখা, ‘এথেন্স বিমানবন্দরে বলিউড অভিনেত্রীর হাসি।’ কালো পাথরের উপর তৈরি এই ভাস্কর্যটি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে ভারতীয় সাজে তোলা দীপিকার একটি ছবি থেকে উঠে এসেছে। শাড়ির সাথে তিনি গলায় চোকার নেকলেস এবং একটি ছোট বিন্দি পরেছিলেন।
দীপিকার পাশেই ‘গ্র্যামি-বিজয়ী আমেরিকান গায়ক’ এর আবক্ষ মূর্তি রাখা আছে। যেটি বিলি এলিশের বলে মনে হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে দীপিকা পরিচালক শকুন বাত্রার একটি ছবির শ্যুটিং করছেন। যে ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে।