নূরুদ্দীন রাসেল ::গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যান সমিতি সিলেট এর সভাপতি,সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী শ্রেষ্ঠ এসি নির্বাচিত হয়েছেন এবং নতুন কর্মস্থলে যোগদান করেছেন জালালাবাদ থানার এসি হয়ে।
সংগঠনের সবাইকে দাওয়াত করেছিলেন নিজ কর্ম এলাকায়।২২ জানুয়ারী শুক্রবার আনন্দলগ্নে সৌজন্য সাক্ষাৎ মূহুর্তে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো.আতিকুর রহমান,সহ-সভাপতি সাদেক রশীদ চৌধুরী,জয়েন্ট সেক্রেটারি নিখিল চক্রবর্তী,জয়েন্ট সেক্রেটারি নিরন্জন সরকার,সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক্ব, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, মাওঃ আরশদ নোমান ইচ্ছারচরী,জসিম উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বিবৃতি প্রদান করেন,এসি নির্মলেন্দু চক্রবর্তী’র আগামীর দিনগুলো আরো উজ্জ্বল ও মধুময় হোক।তাঁর শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে আজীবন মানুষের হৃদয়ের মনিকোঠায় থাকবেন।