1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

এ যেন সেই পুরনো মোস্তাফিজ…

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজের আগের সেই ধার আর নেই, এমন কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরে। গত ওয়ানডে বিশ্বকাপে উইকেট পেলেও রান খরচ করেছেন দেদারছে। তারপর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে মার খেয়েছেন। ভারত সফরটা কাটল আরও বাজে। পাকিস্তান সফরেও ভালো করতে পারেননি। বাঁহাতি পেসারের দুর্দশার শুরু হয়েছে মূলত সেই কাঁধের অস্ত্রোপচারের পর থেকেই। কাটারে আগের ধার দেখা যাচ্ছিল না, বোলিংয়ে ছিল না বৈচিত্র্য। ব্যাটারসম্যানরা সহজেই খেলতে পারছিলেন মোস্তাফিজকে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সেই মোস্তাফিজকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ বলছিলেন ‘দ্যা ফিজ ফিনিশড’!

মোস্তাফিজের আন্তর্জাতিক অভিষেকটা যেমন হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে আগে তা কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামার পর থেকেই ম্যাচ উইনার হিসেবে পরিনত হয়েছিলেন। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাঁপিয়ে আইপিএল জিতে এসেছেন। সেই সময়টাতে পুরো বিশ্বের কাছেই মোস্তাফিজ ছিলেন মুর্তমান এক আতঙ্ক। মোস্তাফিজের সেই রূপ আবারও দেখা যাচ্ছে কিছুদিন যাবত।

করোনাভাইরাসের আগে জিম্বাবুয়ে সিরিজে ভালো বোলিং করেছেন। করোনা বিরতির পর ঘরোয়া ক্রিকেটে আরও ভয়ঙ্কর তরুণ পেসার। গত প্রেসিডেন্ট’স কাপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই দুর্দান্ত বোলিং করেছিলেন। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দেখে মনে হচ্ছে, এ যেন সেই পুরনো মোস্তাফিজ।

এ যেন সেই পুরনো মোস্তাফিজ…

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। টপাটপ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান খরচেও কিপটে মোস্তাফিজ। তিন ম্যাচে ১১.১ ওভার বোলিং করে মাত্র ৪১ রান খরচ করেছেন। অর্থাৎ ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৬৭, গড় ৪.৫৫। বাঁহাতি পেসারের কাটার-স্লোয়ার গুলো এখন দারুণ কার্যকর। বাউন্সার, ইয়র্কার এখন বেশি ধারালো। বোলিংয়ে দারুণ বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে।

প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে দুই উইকেট নিয়ে দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার ব্যাটসম্যানদের রীতিমতো নাস্তানাবুদ করলেন মোস্তাফিজ। চার ওভার বোলিং করে চার উইকেট নিয়েছেন মাত্র ৫ রান খরচ করে! আজ ফরচুন বরিশালের বিপক্ষে ২৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

প্রতি ম্যাচেই মোস্তাফিজকে স্লগ ওভারের জন্য রেখে দিচ্ছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অধিনায়কের প্রত্যাশামতো প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের বিপদ বাড়াচ্ছেন মোস্তাফিজ। বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে পুর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তারপর জাতীয় দলের ব্যস্ত সূচি। মোস্তাফিজকে নিশ্চয় সেই সময়গুলোতেও বর্তমান ফর্মে দেখতে চাইবেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি