1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বৃহস্পতিবার রাতে এ অভিনেতাকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা সৌরভ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমকে বলেন, “তাকে হাসপাতালে আইসলোশনে রাখা রয়েছে। আপাতত কোনও শারীরিক জটিলতা নেই। অক্সিজেনও লাগছে না।”

নমুনা পরীক্ষায় মঙ্গলবার আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তারা।

আজিজুল হাকিমের শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার স্ত্রী-সন্তানের শারীরিক অবস্থা ভালো; তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন।

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান। বছর দুয়েক আগে মেয়ে নাযাহ’র বিয়ে দিয়েছেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি