1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন

করোনাসনদ ছাড়া যাত্রী আনায় ভারতীয় এয়ারলাইন্সকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা পরীক্ষার সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিমানবন্দর ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ জানুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শনিবার ভারতের এয়ারলাইন্সটি ঢাকায় আসে। কিন্তু একজন যাত্রীর কাছে করোনা সনদ ছিলো না। কিন্তু আমাদের সিভিল এভিয়েশন আগেই নির্দেশনা দিয়েছে কোনো যাত্রী দেশে করোনা সনদ ছাড়া আসতে পারবে না। কিন্তু এয়ারলাইন্সটি যাত্রী আনায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সবমিলে এখন পর্যন্ত ১৫টি এয়ারলাইন্সকে জরিমানা করা হয়েছে গাফিলতির কারণে।’ সামনেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে আগেই সিভিল এভিয়েশন জানিয়েছে বাংলাদেশের উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করার আগে তথা ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীর পিসিআর ল্যাবে করোনাপরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের সেই সনদ দেখাতে হবে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি