করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। বিষয়টি মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ দেশ ছাড়ার কথা ছিল মাহমুদউল্লাহর। সে কারণেই কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। তাতে তার ফল পজেটিভ আসে। ফলে আর পাকিস্তান যাওয়া হয়নি তার।
পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর। করোনার কারণে অনিশ্চিত হয়ে গেল তার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়াও।
পিএসএল খেলতে পাকিস্তান যাবেন তামিম ইকবালও। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তিনিও করোনা পরীক্ষা করিয়েছেন। তার ফল আসার ওপর নির্ভার করছে ১০ নভেম্বর তামিমের পাকিস্তান উড়াল দেয়া।