করোনায় আক্রান্ত রণবীর কাপুর । বর্তমানে মুম্বাইয়ের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন রণবীর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর কাপুরের অসুস্থতার কথা প্রকাশ করেন মা নীতু কাপুর।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর নিজের ঘরেই রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। নিয়মিত যোগ করছেন। সবকিছু মিলিয়ে শিগগিরই সুস্থ হয়ে ফের রণবীর শ্যুটিং ফ্লোরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মা।
পাশাপাশি রণবীর যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য অনুরাগীরা এবং শুভানুধ্যায়ীরা যেভাবে প্রার্থনা করছেন, তার জন্যও প্রত্যেককে ধন্যবাদ জানান নীতু কাপুর।
সম্প্রতি রণধীর কাপুরকে রণবীরের অসুস্থতার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। যার উত্তরে রণধীর কাপুর জানান, রণবীর ভালো নেই। তবে রণবীরের কী হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে স্পষ্ট জানান রণধীর।
রণধীর কাপুরের মুখে ওই কথা শোনার পর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। এরপরই নীতু কাপুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন।
২০২০ সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নীতু কাপুর ।
পাঞ্জাবে যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন নীতু কাপুর।