দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০৩ জনের শরীরে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২১ হাজার ১১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমকি ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আটজন, রাজশাহীতে ০ জন, খুলনা বিভাগে দুইজন, চট্টগ্রামে আটজন, বরিশালে ০ জন, সিলেটে একজন, ময়মনসিংহে ০ জন এবং রংপুরে দুইজনের মৃত্যু হয়েছে।
বিশ্ব পরিস্থিতি
করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৭ হাজারের বেশি মানুষের মৃত্য হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৫৮ লাখ ১ হাজার ২০০ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ১৬ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে।