1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

করোনায় আরও ১১৭ মৃত্যু, শনাক্ত ৫৭১৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৫ হাজার ৭১৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়ে ১৫ দশমিক ৫৪ শতাংশ।

আগের দিন ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় যে ১১৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ৬৪ জন।

ঢাকা বিভাগের সবচেয়ে বেশি ৪০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৯ জন মারা গেছেন। সিলেট বিভাগে ১৩ এবং খুলনা বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি