করোনা সংক্রমণ রোধে দেয়া লকডাউনে সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। মহামারিতে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই কমে আসছে। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।
গতকাল, শুক্রবার মৃতের সংখ্যা ছিল ১৪৫। বৃহস্পতিবার ছিল ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪, রবিবার ১৮৭।
আর নমুনা পরীক্ষার পাশাপাশি কমেছে শনাক্তের সংখ্যা ও হারও। গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯৯১ জনের। যা গত দিনের তুলনায় ২ হাজার কম।
গত ২৪ করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৭১। শুক্রবার শনাক্তের হার ছিল ১৭.১৮। বৃহস্পতিবার ছিল ১৭.৬৪, বুধবার ১৭.৬৭, মঙ্গলবার ১৯.১৮, ২১.০৮, রবিবার ২০.২৫।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৫ হাজার ১৪৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।
২৪ ঘণ্টায় মৃত্যু : ১২০, মোট মৃত্যু: ২৫ হাজার ১৪৩, শনাক্ত : ৩ হাজার ৯৯১
মোট শনাক্ত: ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৩ হাজার ৮৮২
শনাক্তের হার: ১৬.৭১ শতাংশ
**২৪ ঘন্টায় মৃত্যু কমে দেড়শোর নিচে, শনাক্ত পাঁচ হাজারের ঘরে
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,সরকারি হাসপাতালে ৯৭ জন এবং ২২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। ১ জনের মৃত্যু হয়েছে বাসায়।
মৃতদের মধ্যে ৪০ জন ঢাকার, ২৭ জন চট্টগ্রামের, ৯ জন রাজশাহীর। ১৫ জন খুলনায়, বরিশালের ৩ ,এবং ১৩ জন সিলেটের, রংপুরে ৭ জন ও ৬ জন ময়মনসিংহের বাসিন্দা।
শেষ ২৪ ঘণ্টাতে নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ৬৯,নারী: ৫১ বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৯১-১০০ জনের মধ্যে ২ জন, ৮১-৯০ এর মধ্যে ১ জন, ২৪ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৫০ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।
এছাড়া ২৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ১৪ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ৪ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া একজনের বয়স ১০ এর কম।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।