করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও শনাক্ত দুটোই কমতে শুরু করেছে। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেল।
তবে শুক্রবার অধিদপ্তর প্রকাশিত মৃতের এই সংখ্যাটি গত ৪৮ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ৩ জুলাই ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
গতকাল, বৃহস্পতিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪, রবিবার ১৮৭, শনিবার ১৭৮ এবং শুক্রবার ১৯৭ জনের মৃত্যু হয়।
আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৮৯২ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫ হাজার ৯৯৩ জনের, এই সংখ্যাটি গত ২৭ জুনের পর থেকে সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৬ হাজার ৫৬৬।
করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.১৮। বৃহস্পতিবার শনাক্তের হারের এই সংখ্যা ছিল ১৭.৬৪, বুধবার ১৭.৬৭, মঙ্গলবার ১৯.১৮, ২১.০৮, রবিবার ২০.২৫, শনিবার ২০.৬৬,শুক্রবার ২০.৮৩।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৫ হাজার ২৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,সরকারি হাসপাতালে ১০৯ জন এবং ৩০ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। ৬ জনের মৃত্যু হয়েছে বাসায়।
মৃতদের মধ্যে ৫৭ জন ঢাকার, ৪৩ জন চট্টগ্রামের, ৫ জন রাজশাহীর। ১৫ জন খুলনায়, বরিশালের ৪,এবং ৭ জন করে সিলেটের, রংপুর এবং ময়মনসিংহের বাসিন্দা।
ঢাকা: ৫৭
চট্টগ্রাম: ৪৩
রাজশাহী: ৫
খুলনা: ১৫
বরিশাল: ৪
সিলেট: ৭
রংপুর: ৭
ময়মনসিংহ: ৭
শেষ ২৪ ঘণ্টাতে নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ৭৭
নারী: ৬৮
বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৯১-১০০ জনের মধ্যে ৬ জন, ৮১-৯০ এর মধ্যে ১১ জন, ২৮ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৫২ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।
এছাড়া ১৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ২৪ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ৯ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৫ এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।