গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন।
এর আগে মঙ্গলবার অধিদপ্ত জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৮৬ জন মারা গেছে এবং ৩ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১০.১১ শতাংশ। করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। দেশে সুস্থতার হার ৯৫.২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২৩ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৮ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।