1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫১ অপরাহ্ন

করোনায় এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

ইউনাইটেড হাসপাতালে বিজনেস ডেভেলপমেন্ট (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) বিভাগের সহকারী ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান শুভ বলেন, ‘করোনাভাইরাস ছাড়া আর কোনো শারীরিক সমস্যা ছিল না তার।’

এর আগে ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এ সংসদ সদস্য করোনার টিকা নেন। তবে তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।

মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্বেও ছিলেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি