1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

করোনায় বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সে দেশব্যাপী কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আগামী শনিবার (১৬ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে।

সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত জারি করা এই কারফিউ। চলবে টানা ১৫ দিন। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স এই ঘোষণা দেন।

পাশাপাশি সোমবার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় বয়স বিবেচনা না করে যারা করোনার উচ্চ ঝুঁকিতে আছেন তাদের টিকাদান শুরু করবে। প্রায় ৬৪ লাখ মানুষ পাবেন এই টিকা।

অবশ্য বর্তমানে ফ্রান্সের অনেক শহর রাত ৮টা থেকে কারফিউ এর মধ্যে রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে এখনই জারি রয়েছে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ।

কারফিউ সময়ে স্কুলগুলো খোলা থাকবে। তবে সকল প্রকার ইনডোর গেমস নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রতি মাসে স্কুলগুলোতে ১০ লাখ করোনা পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স আরো জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের কোনো দেশ থেকে যদি কোনো ভ্রমণকারী ফ্রান্সে আসেন তাহলে তাকে ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা নেগেটিভ সনদপত্র দেখাতে হবে। থাকতে হবে ৭ দিনের আইসোলেশনে। এরপর তারা দ্বিতীয়বার করোনা টেস্ট করাতে পারবে।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ফ্রান্সে ৬৯ হাজার ৩১৩ জন মারা গেছে। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি