1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

করোনায় সংক্রমিত ৫ কোটি ৭২ লাখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

মহামারি করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি দেশ নতুন করে বিধিনিষেধও আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৩৩৫ জনেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ৬৩৪ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৭ লাখ ২২ হাজার ৮০২ জনের বেশি।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত এ হিসাব পাওয়া যায়।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭১২ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৩৩ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৪ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ২০২ জন।

তৃতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৯ লাখ ৮৩ হাজার ৮৯ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ২৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ১২৭ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ১৫ হাজার ৬০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫০ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি