আন্তর্জাতিক ডেস্ক
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চূড়ান্ত ধাপের কড়াকড়ি আরোপ করেছে নিউ ইয়র্ক। খবর বিবিসি।
নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এ ব্যাপারে বলেছেন, করোনা সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় এই শেষ সুযোগ পাচ্ছেন নিউ ইয়র্কবাসীরা।
এই নতুন বিধিনিষেধের আওতায় নিউ ইয়র্কে রাত ১০টার মধ্যে পানশালা, রেস্টুরেন্ট এবং ব্যায়ামাগারগুলো বন্ধ করতে হবে এবং ১০ জিনের বেশি মানুষ একসঙ্গে মিলিত হতে পারবেন না।
এর আগে, বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রে সাড়ে ৬৫ হাজার মানুষ হাসপাতালাএ ভর্তি হয়ে নতুন রেকর্ড করেছেন। বিজ্ঞাপন
সর্বশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৪ হাজার ২৭০ জন।
এছাড়াও, যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৯০০’র ওপরে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
এদিকে ওয়ার্ল্ডোমিটার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ আট হাজার ৭২৮ জন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন দুই লাখ ৪৭ হাজার ৩৯৮ জন।
যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুসারে সর্বশেষ আট দিন ধরে দেশটি এক লাখের ওপরে দৈনিক সংক্রমণ দেখছে। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়েও খারাপ পরস্থিতি আগামী দিনের জন্য অপেক্ষা করছে।