1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

কর্মীদের সংকোচ দূর করতে প্রথমে ভ্যাকসিন নিতে চান ঢামেক পরিচালক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: হাসপাতালের কর্মীদের মনের সংশয় দূর করতে প্রয়োজনে প্রথমে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সারাবাংলাকে তিনি এসব কথা বলেন।

নাজমুল হক বলেন, আগামী ২৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে কাদেরকে দিয়ে শুরু হবে এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে সেদিন যদি সুযোগ থাকে তাহলে স্বেচ্ছায় আমি ভ্যাকসিন নিবো।

পরিচালক বলেন, পরিচালক হিসাবে যদি আমি প্রথম ভ্যাকসিন নিতে পারি, তবে হাসপাতালের সকলের মনে কোনো সংকোচ থাকবে না।

তিনি জানান, বিশ্বের সব জায়গায় ভ্যাকসিন প্রয়োগের পর আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হয়। এটা সাধারণ নিয়ম। এখানেও যারা ভ্যাকসিন নেবেন তাদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

এক প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, কারা কারা ভ্যাকসিন নিতে অনাগ্রহ জানিয়েছে, এটা আমার জানা নেই। তবে অনেকেই ভয় পেয়ে ভ্যাকসিন নিতে রাজি নাও হতে পারে। এ রকম হলে আমরা চিকিৎসকের সহায়তায় একটি টিম গঠন করবো। তাদের বুঝানো হবে ভ্যাকসিন নিতে। নার্স ভলান্টিয়ার্স থাকবে। পাশাপাশি চিকিৎসকরাও থাকবে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি