আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আবারও বোমা হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববারের (২৯ আগস্ট) মধ্যেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে মার্কিন সেনা কর্মকর্তারা তাকে জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসি।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সকল মার্কিন নাগরিকদের ‘নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে কাবুল বিমানবন্দরের আশপাশের এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটে। এতে ১৩ জন মার্কিন সেনাসহ ৯০ জন নিহত হয়। আর আহত হয়েছেন ১৪০ জন। পরে এই হামলার দায় স্বীকার করে আইএসআইএস-কে বা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ। এই সংগঠনটি আফগানিস্তানের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত।
শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই ড্রোন হামলাই শেষ নয়। এই জঘন্য হামলার পিছনে জড়িতদের খুঁজে বের করা হবে এবং তাদের এর ফল ভোগ করতে হবে।