সুরাইয়া পারভীন লিলি
উৎসর্গ::(কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল এর একমাত্র পুত্র কাব্য-কে)
কাব্য সোনা ঘুমাও তুমি
ঘুমাও মনের সুখে,
জাগ্রত তুমি থেকো বাবা
তোমার বাবা,মায়ের সুখে দুখে।
বড় হয়ে তুমি হবে
তোমার বাবার ধন,
অভিমান ভাঙাবে দাদীমার
করবে তুমি পণ।
বলবে দাদীমা আমি এখন
বড় হয়ে গেছি,
রাগ করোনা সোনা দাদীমা
লাগবে তোমায় পেঁচি।
আকাশ থেকে চাঁদ আনিয়ে
পরাবো তোমায় টিপ,
পেটের ভিতর বাবার লাথিতে
ভেঙেছে তোমার রিপ।
বলেছে বাবা গল্প আমায়
শুনেছি মন দিয়ে,
বলেছি বাবাকে দাদীমার কাছে
যাবে কি আমায় নিয়ে?
দাদীমার মাথায় হাত বুলাবো
শুনাবো কতনা গান,
দেখবে দাদীমা ফিরে পাবে আবার
হারানো সেই প্রাণ।
বলবে বাবাকে,তোমার দুঃখ
ঘুচাবো আমি সব,
সবার উপরে আছেন তিনি
মহান সৃষ্ট রব।
লেখিকা::কবি ও মহিলা সম্পাদিকা,স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট।