1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন

কাভার্ডভ্যানে মাহেন্দ্রের ধাক্কা, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে মাহেন্দ্রের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭ জন।

শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার চুরখাইয়ের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী ও পারাইল গ্রামের আমজাদ আলীর ছেলে পলাশ। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বেলতলী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের দুইযাত্রী নিহত হয়। আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি