কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের কব্জি কেটে দিল দুর্বৃত্তরাকুষ্টিয়ার সদর উপজেলায় এক কলেজ শিক্ষকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তার শরীরে বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন হামলার শিকার তোফাজ্জেল বিশ্বাস (৫২)কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালি বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।
কুমারখালি থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।