কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

মানব ও অর্থ পাচারের দায়ে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড হয়েছেন কুয়েতের একটি আদালত।

বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে আদালতের বিচারক বাংলাদেশের এমপির পাশাপাশি সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জারাহকেও চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া আদালত লক্ষ্মীপুর–২ আসনের স্বতন্ত্র এই এমপি ও মেজর জেনারেল মাজেন আল জারাহকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন।

প্রভাবশালী ওই জেনারেল বাংলাদেশের এমপিকে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনায় মদদ দিয়েছিলেন।

মানব ও অর্থ পাচারের অভিযোগে শহিদকে গত বছরের ৬ জুন রাতে তার কুয়েত সিটির বাসা থেকে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আটক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *