কৃষকদের পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে সরকার

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ পারসেন্ট ভর্তুকিতে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে। কৃষি খাত কে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ীতে সমবায় সমিতি ভুক্ত কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি টু প্রকল্পের পকল্প পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাসুদ, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে ৩১টি পাওয়ার টিলার ও ১৫টি ধান মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *