মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকার আলমনগর গ্রামের ক্যান্সারে আক্রান্ত রোগী সিরাজ উদ্দীনকে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের পক্ষ থেকে ৬৮ হাজার ১০০ টাকার অনুদান প্রদান করা হয় ।২৩ ফেব্রয়ারী মঙ্গলবার বেলা ৪ টায় রাধানগরে আনুষ্ঠানিকভাবে উল্লেখিত টাকা ক্যান্সার আক্রান্ত রোগী সিরাজ উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রফিক উদ্দিন,ব্যবসায়ী হাজী সিরাজ উদ্দিন, মুজিবুর শিকদার, রাধানগর মাদ্রাসার মুহতামিম হাজী মোহাম্মদ সমির উদ্দিন, আমিনুল ইসলাম, ফরহাদ আহমেদ, মারুফ আহমেদ, কামাল উদ্দিন, হাজী রফিক আহমদ, আরিফুল ইসলাম, জাবেদ আহমদ, রাধানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ,ফারুক আহমদ, আং রহিম, সাদেক হোসেনসহ অন্যান্যরা।