যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
আজ বৃহস্পতিবার ট্রাম্প তার মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টে বিবৃতিতে অঙ্গীকার করেছেন যে, আগামী ২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে। খবর: বিবিসি বাংলা
ট্রাম্প বিবৃতিতে আরও বলেন, যদিও তিনি এই নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করেন এবং প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়- তা সত্বেও জানুয়ারির ২০ তারিখে সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব টুইটার অ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে, ফলে তিনি এখন তা ব্যবহার করতে পারছেন না।