স্বরবর্ণ ডেস্ক: ভাগ্যবান সরকারি কর্মকর্তা মো. বদরুল ইসলাম। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত মার্চে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে। আবার লবিং করে ভাগিয়েছেন গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব। তাঁর উপর গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব থাকায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনটি কর্ম এলাকায় যথাযথ সময়ে উপস্থিত থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। ফলে তার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ) নিয়মিত মাঠে পরিদর্শন থেকে বিরত রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, বদরুল ইসলাম আড়াই বছর আগে গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২৩ সালে নবগঠিত বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।পরবর্তীতে চলতি বছরের মার্চে জৈন্তাপুর উপজেলার অতিরিক্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, একজন কর্মকর্তার পক্ষে দুটি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব সামলানো চ্যালেঞ্জিং বিষয়। এর সাথে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে জনসেবা প্রদানের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করা দুরূহ হয়ে গেছে। বিছনাকান্দি ইউনিয়নের প্রশাসক এর কয়েকটি ক্যাপাসিটি তে দায়িত্ব পালনে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। প্রয়োজনে নতুন কাউকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য আইন ও বিধি মোতাবেক সুপারিশ করা হবে।