জনি শর্মাঃ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (০৫ জুন) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
জেলা আওয়ালীগের কার্যনির্বাহী কমিটির সভায় ৭১ সদস্য বিশিষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা কমিটি অনুমোদিত হলে সাবেক ছাত্রলীগ নেতা হাসিন আহমদ মিন্টু এতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এ দায়িত্ব পাওয়ায় তাঁকে দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।