নিজস্ব প্রতিবেদক : সিলেটে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ পৌরসভায়। আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গোলাপগঞ্জে ভোট গণনা শেষে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রাবেল ৫ হাজার ৮৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু পেয়েছেন ৪৫৫৮টি ভোট।
বিএনপির ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ৪ হাজার ২২২টি ভোট পেয়ে আছেন তৃতীয় স্থানে।
আর আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫টি ভোট।