নিউজ ডেস্ক ::গোলাপগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ রিপন আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার কদমতলী পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ইয়াবাসহ যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।