1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে গণটিকায় উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১

মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::সারা দেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সবকটি ইউনিয়নে একযোগে গণটিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

করেনার টিকা নেওয়ার জন্য শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে কেন্দ্রের পুরুষ ও নারীদের সারি দেখা গেছে। প্রতিটি টিকা কেন্দ্রে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর বাইরেও টিকা গ্রহণে আগ্রহী মানুষেরা সারি বেঁধে লাইনে দাঁড়িয়েছেন। গণটিকা কার্যক্রমে মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

পূর্ব জাফলং ইউনিয়নের টিকা কেন্দ্রে আসা আবু সাঈদ জানান, আগে টিকা নিতে উপজেলা সদরে যাওয়া লাগত। অনেকদিন ধরে সময়ের অভাবে যাওয়া হয়নি। এখন নিজের ইউনিয়নেই টিকাদান শুরু হয়েছে। তাই সকালেই টিকা নিতে এসেছেন তিনি।

জানা যায়, গোয়াইনঘাটের সবকটি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের নির্ধারিত স্থানে শুরু হয়েছে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন। কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে শনিবার সকাল থেকে রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জাফলং সোনারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জাফলং ইউনিয়নের পরিষদ ভবনে, লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া মাদ্রাসা, আলীরগাঁও ইউনিয়নের পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর ইউনিয়নে বিন্নাকান্দি উচ্চবিদ্যালয়, নন্দীরগাঁও ইউনিয়নের পিয়াইনগুল উচ্চবিদ্যালয়, তোয়াকুল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন ও ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ টিকাদান চলেছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের কোভিড-১৯ এর টিকা প্রদানের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবকবৃন্দ সকল জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে, তাদের সম্মতি নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। একই সাথে সেই টিকার কার্ড প্রিন্ট করে শনিবার সকল বীর মুক্তিযোদ্ধাদের টিকা প্রদান নিশ্চিত করা হয়েছে।

শনিবার সকালে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের।

এছাড়া পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও নন্দীরগাঁও ইউনিয়নে মিত্রিমহল কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি